শুক্রবার সারা বাংলা ঠান্ডায় জবুথবু হলেও দমকল মন্ত্রীর বাড়িতে উত্তাপ বাড়িয়ে দিল ইডি। এদিন সকাল সকাল লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হাজির হয় ইডি। এই চত্বরে সুজিত বসুর পৈতৃক ভিটে রয়েছে। সেখানেই রয়েছে তাঁর নতুন বাড়ি। এলাকায় বিধায়কের কয়েকটি অফিসও রয়েছে।
এদিন বিকেল চারটে নাগাদ দেখা যায় সুজিত বসুর পুরনো বাড়ি থেকে কয়েকজন ইডির অফিসারের সঙ্গে বেরিয়ে আসছেন তাঁর ছেলে সমুদ্র বসু। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে একটি অফিসে ঢুকলেন তাঁরা। বহুতল সেই বাড়ির নিচের তলায় মন্ত্রীর অফিস রয়েছে।
সমুদ্র বাড়ি থেকে বেরোতেই সুজিতের অনুগামীরাও আশপাশে ভিড় করেন। তাঁদের সবাইকে শান্ত থাকতে বলেন সুজিত বসুর ছেলে। সাংবাদিকদের জবাবে বলেন, “এ ব্যাপারে কিছু এখন বলা যাবে না। ওঁরা তদন্ত করছেন। আইন তাঁর নিজস্ব পথে চলবে।”
সুজিত বসুর নতুন বাড়ি চারদিক থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দেখা গিয়েছে বিকেল তিনটে নাগাদ সিমলা বিরিয়ানি থেকে খাবার আনা হয়েছে তদন্তকারী অফিসার ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের জন্য। আপাতত জেরা ও তল্লাশি চলছে বলেই মনে করা হচ্ছে।