বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল ইডি। সূত্রের খবর, সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই এর আগে একবার মহুয়াকে নোটিস পাঠিয়েছিল ইডি।
গত ১৯ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। কিন্তু, স্বভাবসিদ্ধ ভাবে ওইদিন হাজিরা দেননি। যদিও মহুয়া মৈত্র ইডির কাছে একসপ্তাহ সময় চেয়েছিল। কিন্তু, এসবের মধ্যেই ফের মহুয়াকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৮ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে মহুয়াকে। তবে, শুধু মহুয়া নয়, একইসঙ্গে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও তলব করেছে ইডি।