ব্রেকিং নিউজ রাজ্য

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি

অবশেষে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য অনুমতি পেল ইডি। সোমবার দিল্লির বিশেষ আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত-র মামলার শুনানি ছিল। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয়, তার জন্য একাধিকবার সওয়াল করতে দেখা গিয়েছে তাঁর আইনজীবীকে। এরই মধ্যে রাউস অ্যাভিনিউ আদালত এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। আদালত এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। কিন্তু গত সপ্তাহের শনিবারও সেই মামলার
নিষ্পত্তি হয়নি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি। এই মামলারই ফের শুনানি ছিল সোমবার।

সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহার জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।