এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থর হাতে। শুক্রবার হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করে আরও টাকার সন্ধান পেল ইডি। এদিন কুন্তলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করার সময় ইডি সেই সব তথ্য জমা দিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় অন্তত ১০ জন এজেন্টের বয়ান নেওয়া হয়েছে। তাতে কুন্তলের আর্থিক লেনদেন সংক্রান্ত অনেক তথ্য পাওয়া গিয়েছে। মিডিল ম্যানদের বয়ান অনুযায়ী, ২০০ জন চাকরিপ্রার্থীর থেকে মোট ১৬ কোটি টাকা নেওয়া হয়েছিল। প্রত্যেক প্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। আর ওই টাকা পৌঁছেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। ইডির আরও দাবি, বিএড, ডি.এল.এড কলেজের অনুমোদনের জন্যও টাকা নেওয়া হয়। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর প্রভাবকে কাজে লাগানো হয়েছিল। শুধু প্রাথমিকে নিয়োগের জন্য নয়, টাকা তোলা হয়েছে আপার প্রাইমারি ও নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের কাছ থেকেও।
অন্যদিকে, এই বিষয়েই কলকাতা হাই কোর্ট আরও একটি নতুন মামলার তদন্তভার দিয়েছিল ইডিকে। গত ১৪ দিনে সেই তদন্তের এদিনও ৬.৫ কোটি টাকার যে লেনদেন, সেই টাকার উৎস কী, কীভাবে আদানপ্রদান হয়েছিল, তার উত্তর দিতে পারেননি তদন্তকারীরা।