জেলা

বিশ্বভারতীতে তদন্তে এলো ইডি

বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ডে এবার নয়া মোড়। কারণ বৃহস্পতিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসে ঢুকল ইডি’‌র তদন্তকারী আধিকারিকরা। কিছুদিন আগে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল বিশ্বভারতী। তখন নাম জড়িয়েছিল তৃণমূল নেতা তথা বিধায়কের। সেই অশান্তির বিষয়ে আজ বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বিশ্বভারতীর তিন সদস্যের টিম। তাঁরা তদন্তে এসেছে।
জানা গিয়েছে, মেলার মূল প্রবেশদ্বার ভাঙচুর–সহ মারধর, হুমকি দেওয়া হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল পাঁচিল তৈরির নির্মাণ সামগ্রী। তখন পৌষমেলার মাঠ ঘিরে চরম অশান্তিতে তোলপাড় হয় বিশ্বভারতী। বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার এই ঘটনার তদন্তভার হাতে নেয় ইডি।
ইডি সূত্রে খবর, ঘটনার দিন যারা ক্যাম্পাসে প্রবেশ করেছিল, সীমানা, প্রাচীর, প্রবেশদ্বার ভাঙচুর চালিয়েছিল, তাদের আদৌ এসবের জন্য টাকা কেউ দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বীরভূমের পুলিশ সুপারের কাছে এই মামলার এফআইআরের কপি এবং উপযুক্ত অন্যান্য নথি চেয়ে চিঠি দিয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে বলে খবর।