ব্রেকিং নিউজ রাজ্য

কালীঘাটের কাকুর বাড়িতে ইডি

শনিবার সকাল সকাল আরও একবার ‘কালীঘাটের কাকুর’ বাড়িতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট-এর একটি বড় দল এসে পৌঁছন। বেহালার ফকিরপাড়া রোডের বাড়ি, অফিস এবং আরও নানান জায়গায় তল্লাশি চালাচ্ছেন এই ডিপার্টমেন্টের সদস্যরা।

কিছুদিন আগেই সিবিআই এসে তল্লাশি চালিয়েছিল তাঁর ফ্ল্যাটে। সে সময় ‘কাকু’র বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই। সেই সময় অবশ্য তার দাবি ছিল, বোন হাসপাতালে ভর্তি, চিকিৎসার বিল মেটানোর জন্য ওই অর্থ তুলেছিলেন তিনি। এছাড়াও পাওয়া যায় একটি অ্যাডমিট কার্ড। ‘কাকু’ দাবি করেন, সেটা তাঁর শ্যালিকার পুত্রের পুরসভায় চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রদত্ত অ্যাডমিট কার্ড। এছাড়া তাঁর একটি ফোনও বাজেয়াপ্ত করা হয়।

সম্প্রতি কুন্তল ঘোষের বক্তব্য সূত্রে ‘কালীঘাটের কাকু’র কথা প্রকাশ্যে আসে। জানা গিয়েছিল, ‘কালীঘাটের কাকু’র আসল নাম সুজয়কৃষ্ণ ভদ্র। সেই সুজয়কে এর আগে দু’বার তলব করেছিল সিবিআই। প্রথম বার হাজিরা দিলেও পরে তিনি নিজে হাজিরা দেননি। বদলে আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়ে দেন। সুজয় সে সময় জানান, তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেগুলি আইনজীবীকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি নিজেই জানান, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।