দেশ ব্রেকিং নিউজ

বিজয় নায়ারকে গ্রেফতার করল ইডি 

এবার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ বিজয় নায়ারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে সেপ্টেম্বর মাসেই আবগারি দুর্নীতি মামলার তদন্তে নেমে আম আদমি পার্টির যোগাযোগের দায়িত্বে থাকা বিজয় নায়ারকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার একই মামলার তদন্তে বিজয় নায়ারকে নিজেদের হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করেছিল অসমের আদালত। সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দায়ের করা মানহানি মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কার্যত সেকারণেই দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছিল কামরূপ জেলার মুখ্য বিচারবিভাগীয় আদালত। কামরূপ জেলা আদালতে আগামী ১৯ তারিখ তাঁকে হাজির থাকার জন্য সমন পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মদকাণ্ডে সিবিআইয়ের পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কারণ, আবগারী বা মদ বিক্রি নীতিতে মূল অভিযোগই ছিল বেআইনিভাবে পথে অর্থ উপার্জন। গ্রেফতারি, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ইডির হাতে সিবিআইয়ের থেকে অনেক বেশি আইনি ক্ষমতা রয়েছে।