রাজ্য লিড নিউজ

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক ও রুজিরাকে ফের তলব ED-র

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। আগামী ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার কথা রয়েছে তার। তবে তা বেআইনি কয়লা পাচার কাণ্ড নাকি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রুজিরাকে তলব তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। কিন্তু অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ৩ অক্টোবর দিল্লিতে ধরনার কর্মসূচি থাকায় হাজিরা দিতে পারবে না তিনি। এরপর এদিন বিকেলেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল। দিল্লিতে এই বৈঠকে অভিষেকের যোগ দিতে যাওয়ার কথাও ছিল। তাৎপর্যপূর্ণভাবে সেইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ইডি।