কয়লা পাচার মামলায় রবিবার মাঝরাতে ইডি দফতরে হাজিরা দেওয়ার পর সোমবার ফের সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। তদন্তকারীদের ফোন পেয়ে সময়মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও।
নোটিশ অনুযায়ী, রবিবার রাতেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন মেনকা। কিন্তু পরবর্তী সময়ে বোঝা যায় নোটিস ছাপার সময় ভুল ছিল। সেই ভুল স্বীকার করে নেয় ইডি। কয়লাপাচার মামলায় এদিন তাঁকে ফের তলব করা হয়।
জানা গিয়েছে, গতকাল রাতে মেনকা যখন পৌঁছন সেইসময় সিজিও কমপ্লেক্সের মূল গেটে তালা ঝুলছিল। নিরাপত্তারক্ষীদের ডেকে তালা খুলিয়ে ভিতরে ঢোকেন তিনি। লিফটে চড়ে ইডির দপ্তরেও পৌঁছে যান। কিন্তু সেখানে কেউ ছিলেন না বলে দাবি মেনকা এবং তাঁর আইনজীবীর।
রাত সাড়ে বারোটায় কোন মহিলাকে কোথাও কেউ জেরার জন্য ডাকতে পারে না, ডাকা উচিতও নয়। কিন্তু বিধানসভা যদি রাত দুটোর সময় বসতে পারে, তার চিঠি যদি আসতে পারে, তাহলে ইডির একটা চিঠিতে সময় ভুল হতে পারে না? তা নিয়ে কেন সমালোচনা করা হচ্ছে? মেনকা গম্ভীরকে মাঝ রাতে ইডির তলব প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।