রাজ্য লিড নিউজ

ED: ফের কলকাতায় টাকার পাহাড়, ব্যবসায়ীর খাটের নীচ থেকে উদ্ধার ১৮ কোটি

রাজ্যে ফের উদ্ধার কোটি কোটি টাকা। এবার পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার শহরের ৬ টি জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তল্লাশির মধ্যে ছিল পরিবহন ব্যবসায়ী আমির খানের বাড়িও।

তার বাড়ি থেকেই নগদ ১৮ কোটি টাকা উদ্ধার হয় (এখনো পর্যন্ত)। দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে মোড়া বান্ডিল বান্ডিল টাকা পায় ইডি আধিকারিকরা। ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট ভর্তি ছিল সেই থলি গুলিতে। টাকা গোনার জন্য ৮ টি মেশিন আনাতে হয় ইডিকে। দুপুরের দিকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে টাকা পাওয়ার কথা জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শনিবার কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের নিয়ে কলকাতার ৬ টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সূত্রের খবর, তাঁরা পার্ক স্ট্রিট-এর ম্যাকলয়েড স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে হানা দেয়। তল্লাশিতে গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে বড় সাফল্য পায় ইডি।

সুত্রের খবর, ম্যাকলয়েড স্ট্রিটে এক আইনজীবীর আবাসনে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এস.আলী নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। তার (এস.আলী) মা-বাবকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা। ওই ব্যক্তিকে না পাওয়ায় তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে এসে তার বাড়িতে ঢোকে ইডি আধিকারিকরা।