অর্থনীতি লিড নিউজ

‘‌একশো বছরের সবচেয়ে বড় সংকট’‌

দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। জিডিপি, শেয়ারবাজার, নিফটি সেই সাক্ষ্য বহন করছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে চলেছেন, ভারত আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু তা কিভাবে সম্ভব সেটা কখনও বলেননি। এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, করোনা শেষ ১০০ বছরে স্বাস্থ্য ও অর্থনীতির সামনে সব থেকে বড় সংকট।
জানা গিয়েছে, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই–এর চেয়ারম্যান রজনীশ কুমারের সঙ্গে আলাপচারিতার সময় গভর্নর এই মন্তব্য করেন। তিনি ‘এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমিক্স কনক্লেভে’ ভিডিও কলের মাধ্যমে এই আলাপচারিতায় অংশ নেন। সেখানে আরবিআই গভর্নর আশঙ্কাপ্রকাশ করে জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে চাহিদা ও সরবরাহ বিশাল ধাক্কা খেয়েছে। দেশব্যাপী লকডাউনের পরে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথ ধরলেও ভারতীয় অর্থনীতির দৃষ্টিভঙ্গি অনিশ্চিত অবস্থার মধ্যেই রয়ে গিয়েছে।
আরবিআই গভর্নর সরাসরি বলেন, ‘‌করোনা মহামারি একদিকে যেমন স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব ফেলেছে, তেমনই এই পরিস্থিতির জেরে সংকটে পড়েছে অর্থনীতিও। উৎপাদন থেকে শুরু করে কাজের উপরও খাড়া নেমে এসেছে। সব মিলিয়ে এই পরিস্থিতি শেষ একশো বছরে স্বাস্থ্য এবং অর্থনীতির কাছে সবথেকে বড় সংকট।’‌ করোনা প্রাদুর্ভাব সারা বিশ্বে থাবা বসিয়েছে। তাই বর্তমানে শৃঙ্খলা, শ্রম এবং মূলধন লেনদেন এবং সারা বিশ্বের বিশাল অংশের মানুষের আর্থ–সামাজিক অবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলেছে বলে মন্তব্য তাঁর।
তাঁর কথায়, করোনা মহামারি আমাদের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার বৃহত্তম পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। করোনার নেতিবাচক অর্থনৈতিক প্রভাবের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয়ে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি শীর্ষস্থানে রয়েছে। এগুলি আরবিআইয়ের আর্থিক, নিয়ন্ত্রক এবং অন্যান্য নীতিগত পদক্ষেপের সম্মিলিত ফল।