শরীরের যত্ন নিতে পেঁপের জুড়ি মেলা ভার। কেননা পেঁপেতে রয়েছে ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট। পুষ্টিবিদরা রোজের খাবারে পেঁপে রাখার পরামর্শ দিয়ে থাকেন। তবে পেঁপে স্বাস্থ্যকর হলেও এটি খাবার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। এমন কয়েকটি খাবার রয়েছে যা পেঁপের সঙ্গে খেতে বারণ করেন চিকিৎসকরা। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। আসুন দেখে নেওয়া যাক পেঁপের সঙ্গে কোন তিনটি খাবার খাওয়া উচিত না।
টম্যাটো এবং পেঁপে,এই দুটি খাবার একত্রে খেলেই ঘটতে পারে বিপত্তি। স্যালাডের সঙ্গে এই দু’টি খাবার অনেক সময় আমরা একসঙ্গে খাই। তবে শারীরিক কোনও অসুস্থতা থাকলে এই দুটি কখনো একসঙ্গে খাওয়া উচিত নয়।
পেঁপে এবং দই একসঙ্গে খেলে পেটের গন্ডগোল, বমি বমি ভাব এবং বদহজম হতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ঘণ্টা চারেক পর দই খেতে পারেন।
এটি একটি বিদেশি ফল। অনেকেই এই ফল নিয়মিত খেয়ে থাকেন। তবে মাথায় রাখতে হবে যে কিউই-এর সঙ্গে পেঁপে খেলে অনেকক্ষেত্রেই গুরুতর সমস্যা তৈরি হয়ে যায়। তাই পেঁপের সঙ্গে কিউই একদমই খাওয়া যাবে না। এতে সমস্যা বাড়ে।
পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। পেঁপে এবং লেবু এই দু’টি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পাশাপাশি পেটের নানা সমস্যাও দেখা দেয়। অনেকেই পাকা পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে পেঁপে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য তা একেবারেই ভাল নয়।