ব্রেকিং নিউজ লাইফস্টাইল

সতেজ থাকতে খান অ্যান্টি-এজিং ফুড

তারুণ্য ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলেই আপনার যৌবন থাকবে অটুট। নিয়মিত ব্যায়াম, মেডিটেশনের পাশাপাশি খাদ্যাভ্যাসটা ঠিক থাকলেই আপনার ত্বক ভাল থাকবে। ডায়েট স্বাস্থ্য ও সৌন্দর্যকে প্রভাবিত করে। এছাড়াও প্রতিদিনের খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট, হেলদি ফ্যাট, জল,মাখন এবং অন্যান্য অ্যান্টি-এজিং গুণসমৃদ্ধ খাবার যোগ করলেই তা ত্বকে ভালো প্রভাব ফেলে। এই তালিকায় রয়েছে-

• পেঁপে:
পেঁপে স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্যই ভালো। ত্বকের জন্য একটি ভাল অ্যান্টি-এজিং ফুড হল পেঁপে। এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও, এতে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টি রয়েছে।

• আভাকাডো:
অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, সি, ই এবং এ। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে। পাশাপাশি এটি ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে।

• ব্রকলি:
অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ ব্রকলি। এতে ফাইবার, ভিটামিন সি এবং কে, ফোলেট, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যালসিয়াম রয়েছে। এটি শরীরে কোলাজেন তৈরিতেও সাহায্য করে, যা ত্বকের টানটান ভাব বজায় রাখতে এবং বলিরেখা থেকে মুক্ত রাখতে সাহায্য করে।

• দই:
দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। যারা যৌবন ধরে রাখতে চান তারা নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়াও দই ত্বককে বলিরেখা মুক্ত রাখে। তাই যৌবন ধরে রাখতে প্রতিদিন দই খান।