রাজ্য

দার্জিলিং মেল স্পেশাল চালু

আর হাতে মাত্র দুটি দিন। তারপরেই উঠে যাচ্ছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে ১৬ জুন থেকে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল। হাওড়া–কলকাতা–শিয়ালদহ থেকে ছাড়া বেশ কিছু ট্রেন পুনরায় চালু করার কথা ঘোষণা আগেই করেছিল পূর্ব রেল। এবার সেই তালিকায় সংযোজিত হল আরও কয়েকটি ট্রেন। তার মধ্যে উল্লেখযোগ্য নামটি হল—দার্জিলিং মেল স্পেশাল।
কোভিড পরিস্থিতিতে গত মে মাসে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া এবং একাধিক রাজ্যে বিধিনিষেধ উঠে যাওয়ার কথা মাথায় রেখে এবার বেশ কিছু বেশ কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন ফের নিয়মিত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তাছাড়া আগে রেলের একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়ে পড়েছিল। এখন সবাই সুস্থ।

এই রাজ্যে ১৫ জুনের পর গণ–পরিবহনের ওপরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে দার্জিলিং মেলের মতো ট্রেনগুলি চললে উত্তরবঙ্গের ধুঁকতে থাকা পর্যটন–শিল্প ফের চাঙ্গা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও স্কুল–কলেজ সবকিছুই অনলাইনে ক্লাস হচ্ছে। তাছাড়া বাচ্চাদের চলছে গরমের ছুটি। আর তাতেই একটু ঘুরে আসতে পারেন অনেকে।

যে ট্রেনগুলি চালু হচ্ছে—

১)‌ হাওড়া-রাঁচি-হাওড়া শতাব্দী স্পেশাল (১৭ জুন থেকে রবিবার ছাড়া প্রতিদিন)
২)‌ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ (দার্জিলিং মেল) স্পেশাল (১৮ জুন থেকে রোজ)
৩)‌ কলকাতা-বালরঘাট-কলকাতা স্পেশাল (২০ জুন থেকে শনি/রবিবার ছাড়া রোজ)
৪)‌ কলকাতা-হলদিবাড়ি-কলকাতা স্পেশাল (১৯ মে থেকে সপ্তাহে চার দিন)
৫)‌ হাওড়া-কাটিহার-হাওড়া (১৮ মে থেকে রোজ)