শিয়ালদহ-হাসনাবাদ শাখায় স্টেশনে ফের উচ্ছেদের নোটিশ। ভ্যাবলা ও বসিরহাটের পর প্রান্তিক স্টেশন হাসনাবাদে উচ্ছেদের নোটিশ দিয়েছে পূর্ব রেল। আজ ১৮ই মার্চ শনিবার হকারদের উঠে যাওয়ার নির্দেশিকা জারি করেছিল পূর্ব রেল। যার জেরে ক্ষোভ বাড়ছে হকারদের মধ্যে। হকারদের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন।
১৯১৪ সালে এই হাসনাবাদ স্টেশনের সূচনা হয়। হাসনাবাদ স্টেশন বহু ঐতিহ্য ইতিহাস বহন করে চলেছে। হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার হকাররা এসে হাসনাবাদে স্টেশনের জীবিকা নির্বাহ করেন। উচ্ছেদের নোটিশ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। দীর্ঘদিন ধরে মহিলা ও পুরুষ হকাররা এই স্টেশনে হকারি করে জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালান। এমনকি ছেলেমেয়েদের পড়াশোনার খরচা জোগাড় করেন। পাশাপাশি যাত্রীদেরও নানান পরিষেবা দিয়ে যান। উচ্ছেদের নোটিশ পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন হকাররা।
বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি এর সভাপতি কৌশিক দত্ত বলেন, “সুন্দরবনের কয়েক’শ হকার এই স্টেশনের উপর জীবিকা নির্ভয় করে সংসার চালান। তাদের বিকল্প কর্মসংস্থান করে তারপরে উচ্ছেদ করতে হবে। না হলে আমাদের আন্দোলন লাগাতার চলবে।”
You must be logged in to post a comment.