খেলাধুলা

চূড়ান্ত চুক্তিপত্রে কী সই করেছে না ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ অন্ধকার। আইএসএল তো দূর, আদৌ তাঁরা চলতি বছর মাঠে দল নামাতে পারবে কিনা সেটাই অনিশ্চিত। এর কারণ ইস্টবেঙ্গল ক্লাব এবং লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে সই করা নিয়ে জট। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছিল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। তাঁরাও ক্লাব কর্তাদের অনুরোধ করেন চুক্তিপত্রে সই করার জন্য। কিন্তু ক্লাবকর্তারা কয়েকটি শর্ত নিয়ে আপত্তি তোলেন। জট কাটাতে দায়িত্ব দেওয়া হয় লাল-হলুদের প্রাক্তন সচিব ও বিখ্যাত আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে। তিনিও কয়েকটি শর্ত শিথিল করার অনুরোধ করেন শ্রী সিমেন্ট কর্তৃপক্ষকে। জানা গিয়েছে সেগুলি সংশোধন করে গত শনিবার নতুন খসড়া চুক্তিপত্র পাঠানো হয়েছিল শ্রী সিমেন্টের তরফে। কিন্তু তাতেও সায় নেই ক্লাবকর্তাদের। সূত্রের খবর, এখন যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গল কর্তারা চুক্তিপত্রে সই না করার সিদ্ধান্তেই অনড় থাকল। ফলে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লাল-হলুদ সমর্থকরা।

সমস্যা বা আপত্তি কোথায়?

জানা যাচ্ছে মূলত কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। সূত্র মারফৎ জানা যাচ্ছে, শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন দ্বারা নির্মিত বোর্ড অফ ডিরেক্টর্স সিদ্ধান্ত নেবে যে, কোন সময়ে সদস্যরা ক্লাবে ঢুকতে পারবেন এবং কোন কোন নথিপত্র নিয়ে ক্লাবের আসতে হবে তাঁদের। এছাড়াও ক্লাব তাঁবুর যাবতীয় অধিকার থাকবে বোর্ড অফ ডিরেক্টর্সের হাতেই। যার মধ্যে অফিস, জিম এবং মাঠ থাকছে। সেখানে কোনও পরিবর্তন হলেও তার সিদ্ধান্ত নেবেই বোর্ড অফ ডিরেক্টর্সই। ক্লাবের এনটিটি ও ক্লাবের নাম, রং ও লোগো পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তও নেবে তারাই।