অবশেষে যাত্রীদের মুখে হাসি ফুটিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো অষ্টম স্টেশন উদ্বোধন হতে চলেছে আজ। এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, এবং বিধায়ক পরেশ পাল।
তবে আজ স্টেশনের উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা চালু হবে আগামী বৃহস্পতিবার থেকে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে এই মেট্রো রেলে। মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের উদ্বোধন হয়ে যাওয়ার পরেই সম্ভবত আগামিকালই এই রুটে মেট্রো চলাচলের সময়সূচিও ঘোষণা করে দেওয়া হবে। মেট্রো চলবে সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত। ১০০ টি ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৫০,০০০ যাত্রী বের হবে বলে মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শিয়ালদহ মেট্রো স্টেশন প্রথম মেট্রো স্টেশন যেখানে থাকছে ডবল ডিসচার্জ প্লাটফর্ম অর্থাৎ এই মেট্রো স্টেশনে দু’দিক দিয়ে যাত্রীরা ওঠানামা করতে পারবে। এই জন্য আয়ারল্যান্ড স্টেশন বলা হচ্ছে একে।
স্টেশনে থাকবে মোট ৯ টি সিড়ি, ১৮ টি এসক্যালেটর, থাকবে ৫ টি লিফট। টিকিট কাউন্টার থাকছে ২৭ টি। ইস্ট ওয়েস্ট মেট্রোতে থাকছে পাঁচটি টিকিট ভেন্ডিং মেশিন। মূল প্রবেশের গেট তিনটি। ইস্ট ওয়েস্ট মেট্রোতে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রা পথে সময় লাগবে মাত্র ২১মিনিট। ন্যূনতম ভাড়া লাগবে ১০ টাকা। সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। অফিস টাইমে ১৫ মিনিট অন্তর এবং অন্য সময় কুড়ি মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানা গেছে।