রাজ্য লিড নিউজ

East-West Metro: চাকা গড়াল শিয়ালদহ মেট্রোর 

দীর্ঘ প্রতিক্ষার অবসান। বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে চাকা গড়াল শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর। উল্টোদিকে সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় শিয়ালদার উদ্দেশ্যে প্রথম মেট্রোর চাকা গড়ায়। সকাল থেকেই স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবার অপেক্ষা শুরু করেছিলেন ভোর ৩ টে থেকেই।

রবিবার বাদে প্রতিদিনই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করবে মেট্রো। এই রুটে চলবে ১০০টি ট্রেন। এই শাখায় যে স্টেশনগুলি পড়বে সেগুলি হল – শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর ফাইভ। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫-এ। সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেনের সময় রাত ৯টা ৪০-এ। সকাল থেকেই যাত্রীদের মধ্যে উন্মাদনা নজরে আসে।

প্রসঙ্গত ১১ই জুলাই শিয়ালদহ থেকে মেট্রো উদ্বোধন করেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। ১৪ ই জুলাই থেকে সম্পূর্ণ জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এই মেট্রো পরিষেবার। সেই মতো বৃহস্পতিবার থেকেই চালু হল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।