Indian Railway has decided that they will turn 500 coaches into the isolation ward to help treatment of COVID-19 and eliminate hospital shortage.
দেশ ব্রেকিং নিউজ

ইস্ট–কোস্টে আইসোলেশন ওয়ার্ড

ট্রেনের ২৬১টা স্লিপার ক্লাস বা দ্বিতীয় শ্রেণির কামরাকে আইসোলেশন ওয়ার্ড করল ইস্ট কোস্ট রেলওয়ে বা ইসিওআর। কোভিড–১৯–এর চিকিৎসায় সাহায্যার্থে এবং হাসপাতালের অভাব দূর করতে তাদের বিভিন্ন ট্রেনের মোট ৫০০টা কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার উদ্যোগ নিয়েছে রেল। ইসিওআর জানিয়েছে, তাদের বিভিন্ন ওয়ার্কশপ বা কর্মশালায় এই কাজ হয়েছে। ওই আইসোলেশন ওয়ার্ড–কোচগুলো ইসিওআর–এর অধীনস্থ বিভিন্ন স্টেশনে রাখা হয়েছে।
মঞ্চেশ্বর ওয়ার্কশপে ৫১টা, পুরীতে ৩৯টা, সম্বলপুরে ৩২টা, বিশাখাপত্তনমে ৬০টা, খুরদা রোডে ৩৩টা কোচ আইসোলেশন করা হয়েছে। ইসিওআর–এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের সুবিধার্থে কোচের জানালায় মশারি, মগ, বালতি–সহ একটা স্নানাগার, দুটো শৌচাগার রয়েছে। মাঝের বার্থ সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা কোচে ৬টা করে তরল সাবান, জলের বোতল রাখার চারটে খোপ, তিনটে করে ডাস্টবিন, ল্যাপটপ এবং মোবাইল চার্জিং পয়েন্ট, বালিশ, বেডশিট, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে।
প্রতিটা কোচের প্রথম কেবিনে ওষুধপত্র রাখার জন্য ব্যবহৃত হবে। ইসিওআর–এর কর্তা শাক্য আচার্য জানান, ভুবনেশ্বর, পুরী, খুরদা রোড এবং সম্বলপুরে দুটো করে ট্রেন, বিশাখাপত্তনমে তিনটে ট্রেন, বিজয়নগরম, তিতলাগড়, এবং কটকে একটা করে ট্রেন রাখা হয়েছে।