খেলাধুলা ব্রেকিং নিউজ

অন্ধকার কাটিয়ে ডার্বি ম্যাচে জয়ী ইস্টবেঙ্গল

মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। ম্যাচে একমাত্র গোলটি করেন তরুণ নন্দকুমার। দৃষ্টিনন্দন গোল করে দলকে জিতিয়ে দেন তিনি। ২০১৯ সালের ২৭ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১২ অগাস্ট। মাঝে সময়টা অনেক। আইলিগে শেষবার ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এরপর হারতে হয়েছে আটটা ম্যাচ। অবশেষে জয় ফিরল।

দুই দলই এদিন অশ্বমেধের ঘোড়ার মত দৌড় দিয়ে শুরু করে। ৪৮ মিনিটের মাথায় আক্রমণ শুরু করে মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রতি আক্রমণ শুরু করে।

সমস্ত বাধা কাটিয়ে ৬০ মিনিটে অবশেষে ডেডলক ভাঙে। গোল করেন ইস্টবেঙ্গলের নন্দকুমার। একক দক্ষতায় তিনি মিডফিল্ড থেকে বল নিয়ে যান। ডানদিক থেকে বল নিয়ে তিনি উঠে যায় মোহনবাগানের বক্সে। থাপা তাঁকে মার্ক করলেও থাপাকে কাটিয়ে তিনি গোল করে যান। বাঁ পা দিয়ে দুর্দান্ত শট করে কাইথের নাগালের বাইরে গিয়ে তিনি গোল করেন।

এরপর গোলশোধের জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। একটানা লড়াই গিয়েছে শেষ পর্যন্ত। যার ফল মিলল, অবশেষে এল ডার্বি জয়।