বর্তমান মরশুমে আইএসএল খেলাতে হলে সব কিছুর আগে প্রয়োজন এস সি ইস্টবেঙ্গলের লাইসেন্স। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটবলারদের বাকি থাকা প্রায় সাত কোটি টাকা বেতন না শোধ করতে পারলে তার লাইসেন্স পাওয়া সম্ভব নয়। সেকারনেই এই সমস্যা থেকে মুক্তি পেতে ভারতীয় ফুটবল কর্তাদের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের কর্তারা দীর্ঘক্ষন নিজেদের মধ্যে কথা বার্তা বলেন।
বাকি থাকা বেতন ছাড়াও অন্যান্য আরও অনেক যে শর্তপূরণ না করার জন্য লাইসেন্সে পাস করতে পারেনি ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে জরিমানা দিয়ে সমস্যা মেটানো সম্ভব। কিন্তু ফুটবলারদের বেতন আটকে রাখলে কোনওভাবেই এসসি ইস্টবেঙ্গলের লাইসেন্স পাওয়া সম্ভব নয়।
জানা গিয়েছে, এসসি ইস্টবেঙ্গলকে ৩০ অক্টোবরের মধ্যে ফেডারেশনের লাইসেন্সিং কমিটির কাছে লাইসেন্সিং ব্যবস্থায় ছাড় দেওয়ার জন্য আবেদন করতে হবে। এই সময়ের মধ্যে শ্রী সিমেন্টের পক্ষ থেকে ফুটবলারদের বকেয়া বেতন মেটাতে হবে। শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছে, ফুটবলারদের বকেয়া টাকা কিছুটা মিটিয়ে দেওয়া হয়েছে। যা সরকারিভাবে ওয়েবসাইটে আপলোড করা নেই।
You must be logged in to post a comment.