রাজ্য

ইস্টবেঙ্গলের জট কাটাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন সমর্থকরা

চুক্তিপত্র নিয়ে অটল দুই পক্ষই। অপরদিকে আইএসএলে খেলতে হলে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেই খেলতে হবে ইস্টবেঙ্গলকে। সবমিলিয়ে বিশ বাও জলে লাল হলুদের ভবিষ্যৎ। তবুও ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের টালবাহানা অব্যাহত। এমন পরিস্থিতিতের ক্লাব কর্তাদের মাথাব্যথা বাড়িয়ে লাল হলুদ ক্লাবের বর্তমান শাসক গোষ্ঠীকে চাপ ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাবের। সূত্রের খবর, লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন। ইনভেস্টরের চূড়ান্ত চুক্তিপত্রে ইস্টবেঙ্গল কর্তাদের দ্রুত সই করানোর দাবি তুলছেন তাঁরা। সই না হলে এবারের আইএসএলে খেলাই হবে না সদ্য শতাব্দী পার করা ক্লাবের।

প্রসঙ্গত, গত বছর মুখ্যমন্ত্রীর মধ্যস্ততায় আইএসএলের শেষ মুহূর্তে শ্রী সিমেন্টের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই মৌ চুক্তির ভিত্তিতেই গত বছর বড়সড় বাজেটের দল গড়তে বিপুল বিনিয়োগ করে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। কিন্তু বছর গড়ালেও চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেনি ক্লাব কর্তারা। ফলে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়ে দেয় সই না হলে তাঁরা আর বিনিয়োগ করতে রাজি নয়। এই সময় যখন আইএসএলের বাকি দলগুলি প্রায় দল গুছিয়ে নেওয়া শেষ, সেই সময়ে ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎই চূড়ান্ত নয়। ফলে চূড়ান্ত হতাশায় ভুগছেন ক্লাবের ফ্যান বা সমর্থকরা। তাই এবার তাঁরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে চুক্তি জট কাটানোর উদ্যোগী হচ্ছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন কর্তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন লাল হলুদ সমর্থকরা।