খেলাধুলা ব্রেকিং নিউজ

ওড়িশা থেকে তারকা ফুটবলার ছিনিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল! চূড়ান্ত ছয় বিদেশি

ইস্টবেঙ্গলকে অনেক আশায় রেখে শেষ পর্যন্ত ওডিশা এফসিতে যোগ দিয়েছিলেন কোচ সের্জিও লোবেরা। আর এবার সেই ওডিশার ঘর থেকেই তারকা বিদেশিকে ছিনিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে।

স্পেনের পনফেরান্দিনা থেকে উত্থান ক্রেসপোর। ২০১৫-২০২১ সাল পর্যন্ত ক্রেসপো স্পেনের বিভিন্ন ক্লাবের খেলার পর গত বছর অর্থাৎ ২০২২ সালে প্ৰথমবার স্পেনের বাইরে পা রাখেন। এক বছরের চুক্তিতে সই করেন ওডিশা এফসিতে। ওডিশার জোসেফ গামবাউয়ের কোচিংয়ে বছরভর বেশ নজর কাড়েন তিনি। দলকে সুপার কাপ জিততেও সাহায্য করেন। লোবেরার ওডিশা তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করার আগেই তিনি আপাতত পা বাড়িয়েছেন ইস্টবেঙ্গলের দিকে। যেখানে তিনি গুরু হিসাবে পাবেন বছর ছাব্বিশের কার্লেস কুয়াদ্রাতকে।

বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন। কুয়াদ্রাতের কোচিং স্টাইলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন তিনি। সবমিলিয়ে, ইস্টবেঙ্গলের ছয় বিদেশিই কার্যত চূড়ান্ত হয়ে গেল। আপফ্রন্টে ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মিডফিল্ডার পজিশনে দুই বিদেশি থাকছেন বোরহা হেরেরা এবং ক্রেসপো। ডিপ ডিফেন্সে ইভান গঞ্জালেজের সঙ্গে জুটি বাঁধবেন সম্ভবত অস্ট্রেলিয়ান জেমস দোনাচি।