ব্রেকিং নিউজ রাজ্য

রেকর্ড কম সময়ে দল গোছাচ্ছে SC East Bangal, দেখে নিন কারা এলেন

গত বছরের মতো চলতি বছরও শেষ মুহূর্তে জট খুলেছে ইস্টবেঙ্গল ক্লাব ও লগ্নিকারী সংস্থার মধ্যে। এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যস্থতায় খুলল জট, তবে চূড়ান্ত চুক্তিপত্রে এখনও সাক্ষর হয়নি। তবুও শেষ মুহূর্তে দল গোছাতে তৎপরতা তুঙ্গে। এরমধ্যেই রোমিও ফার্নান্দেজ, আদিল খানের মতো তারকাকে সই করিয়ে চমক দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। পাশাপাশি ভারতীয় দলের তারকা ফুটবলার জ্যাকিচাঁদ সিংকেও দলে এনেছে লালহলুদ শিবির। আদিল খানকে হায়দরাবাদ এফসি থেকে টেনে আনা হল বেশ নাটকীয়ভাবেই। এফসি গোয়ার হয়ে আইএসএল খেলা রোমিও ফার্নান্দেজ বিদেশের ক্লাবে খেলছিলেন। তাকে এবার দেখা যাবে লালহলুদ জার্সিতে।

সোমবার অমরজিৎ সিংহ কিয়ামকে সই করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এছাড়া রাজু গায়েকওয়াড়, হীরা মণ্ডল, বলবন্ত সিং, সৌরভ দাসরাও রয়েছে ইস্টবেঙ্গলে। আবার সেরিনিও ফার্নান্ডেজ, সোংপুর মতো ভবিষ্যতের তারকাদের দলে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে বিদেশিদের নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। কোচ হিসেবে রবি ফাওলারই থাকছেন। সূত্রের খবর, তিনিই বিদেশি ফুটবলার বাছাই করছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ফুটবলারদের যে তালিকা এখনও পর্যন্ত তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে, তা যথেষ্ট শক্তিশালী। ফলে এবারের আইএসএলে লড়াই দেবে এসসি ইস্টবেঙ্গল।