বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প । মঙ্গলবার ভোর ৫.৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের কারণে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
প্রসঙ্গত, সোমবার দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও হরিয়ানা-সহ অনেক রাজ্যে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তর ভারতে লাগাতার ভূমিকম্প হচ্ছে।