কেঁপে উঠল বঙ্গোপসাগর। বৃহস্পতিবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বঙ্গোপসাগরে বৃহস্পতিবার হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ভারতীয় সময় অনুযায়ী এদিন সকাল ১১টা ২৩ নাগাদ এই কম্পন হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সামাজিক মাধ্যমে জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল বে থেকে ৪৮২ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে এবং পোর্টব্লেয়ার থেকে ৫২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
তবে বঙ্গোপসাগরে ভূমিকম্প নতুন কোনও বিষয় নয়। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বরে কেঁপে উঠেছিল বঙ্গোপসাগর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। আবার ৭ নভেম্বরও ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। তার আগে ৫ অগস্টও বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছিল। সেইসময় রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৪।