দেশ ব্রেকিং নিউজ

Earthquake: উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিকম্প

সোমবার ফের ভূমিকম্প। সোমবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা বেজে ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পিথোরাগড় থেকে ৪৮ কিলোমিটার উত্তর পূর্বে। পিথোরাগড়ের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। তবে, ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত বড়ো কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকী হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রবিবার বিকাল ৪টে নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টে বেজে ৮ মিনিটে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার পূর্বের এক জায়গায়, মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়। দিল্লি রাজধানী এলাকা সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর একইভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা। ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়