Mexico was shaken by a terrible earthquake. The magnitude of the tremor was 6.4 on the Richter scale. The quake killed at least six people. The quake triggered a tsunami alert but was later withdrawn. Many houses have cracks. Thousands of people have gathered on the streets in panic. The epicenter was reported below the Pacific Ocean floor in southern Mexico.
আন্তর্জাতিক

তীব্র ভূমিকম্প মেক্সিকো শহরে, মৃত অন্তত ৬ জন

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। এই কম্পনের ফলে মৃত্যু হয়েছে ৬ জনের। এই কম্পনের ফলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ফাটল ধরেছে বহু বাড়িতে। তীব্র আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কম্পনের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশে। এই প্রদেশে অবস্থিত সৈকত পর্যটন কেন্দ্র উয়ানতুকোর ৭ মাইল দূরে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল।
মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ জানান, হুয়ালটুলকতে বহুতল ধসে পড়ে প্রাণ গিয়েছে একজনের। বাড়ির দেওয়াল ভেঙেছে, দরজা–জানালার কাঁচ ভেঙেছে। ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়িতে। ওয়াক্সাকার গভর্নর আলেজান্দ্রো মুরাত জানান, সান জুয়ান ওজোলোটেপেকের একটি পাহাড়ি গ্রামে বাড়ি ভেঙে পড়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে। তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ফেডেরাস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও দু’‌জনের মৃত্যুর খবর জানিয়েছে। একটি সরকারি তেলের সংস্থা পেমেক্স রিফাইনারির একটি কাঠামো থেকে পড়ে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। আর সান অগাস্টিন আমাতেনজোর ওয়াক্সাকা গ্রামে দেওয়াল ভেঙে পড়ে আর একজনের প্রাণ গিয়েছে।
কম্পন এতটাই তীব্র ছিল যে কেন্দ্রস্থলের হাজার মাইল দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটিতেও তীব্র দুলুনি অনুভূত হয়। এই শহরে ভূমিকম্পের কয়েক মিনিট আগে থেকে বিশেষ সাইরেন বাজে। সেই সাইরেনের আওয়াজ শুনেই রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। তার পরেই কাঁপতে শুরু করে মাটি। এই তীব্র কম্পনের পর ১৪৭টা আফটারশক হয়েছে। কম্পনের ফলে বিভিন্ন জায়গায় বহুতল ভেঙে পড়েছে।