বঙ্গে আর শান্তি নেই। একদিকে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে করোনা। তার মধ্যেই দোসর হয়ে আসে আমফান। এবার বাংলার জন্য ফের অশনি সংকেত ঘনিয়ে এলো। পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোর আগে বাংলায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আতঙ্ক বিশেষ করে কলকাতায়। গত কয়েকদিন ধরে লাগাতার ভূমিকম্পের ঘটনা ঘটছে। শুক্রবারই কর্নাটকের হাম্পি এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে মৃদু ভূমিকম্প হয়েছে। তার আগে দিল্লি–সহ উত্তর ভারতের একাংশ এবং বাংলার সীমান্তবর্তী জেলায় ভূমিকম্প হয়েছে।
পরিবেশবিদরা মনে করছেন, পুজোর আগে বা পুজোর মধ্যে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এমনকী জানানো হয়েছে, ভূমিকম্পের কবল থেকে রক্ষা নেই ঢাকারও। এই খবর আজ প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন এরপর আবার ভূমিকম্প। শান্তি নেই। করোনা এখনও অব্যাহতি দেয়নি। তার মধ্যে ঘূর্ণিঝড় আমফান কেড়ে নিয়েছে সহায়–সম্বল। পরিবেশেরও ক্ষতি হয়েছে ব্যাপক। এবার যদি ভূমিকম্প হয় তবে আর শেষ রক্ষে নেই।
উল্লেখ্য, করোনা এবং আমফানের দাপটে ধুঁকছে বাংলা। আমফানের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গিয়েছে বহু গাছ। সেই ক্ষতি সামাল দিতেই কার্যত বেগ পেতে হয়েছে প্রশাসনকে। ক্ষতিপূরণে কেন্দ্রের থেকে সাহায্য নিতে হয়েছে বাংলাকে। করোনার প্রকোপেও জেরবার রাজ্য। এখন রাজ্যের অবস্থা সংকটে। এরপর ভূমিকম্প হলে তার কী প্রভাব হতে পারে তা ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের।
