বুধবার সকালে মৃদু কম্পন অনুভূত হল বাংলা সহ একাধিক রাজ্যে। যার জেরে আতঙ্ক ছড়াল একাধিক রাজ্যে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়েছে বিহারের আরারিয়াতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল বাংলার শিলিগুড়ি থেকে ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে, বিহারের পূর্ণিয়ায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। বিহারের এই কম্পন নেপাল ও বাংলাদেশেও সামান্য অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা, এবং শিলিগুড়ির আশেপাশে।
বুধবার সকাল ১০টা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কয়েক ঘণ্টার মধ্যে একাধিক রাজ্যে কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও হতাহত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।