আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Earthquake : ২৪ ঘণ্টায় তিনবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভয়াবহ ভূমিকম্পে বুধবার ভোররাতে কেঁপে উঠল নেপাল। সূত্রের খবর, ২৪ ঘণ্টায় মোট তিনবার নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। আর এই ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। একাধিক বাড়ি ভেঙ্গে পড়েছে।

জানা গিয়েছে, ভূমিকম্পের প্রভাব পড়েছে দিল্লিতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের মণিপুরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথম ভুমিকম্প অনুভূত হয়। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এরপর ফের রাত ৯.৫৮ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। তৃতীয়বার রাত ২টো নাগাদ ফের ভূমিকম্প হয়। এইসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬।