খেলাধুলা

কেঁপে উঠল টোকিও অলিম্পিকের ময়দান

দীর্ঘ টালবাহানার পর করোনা ভীতি কাটিয়েই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। তারই মাঝে নেমে এল অন্য বিপদ। আজই কেঁপে ওঠে গোটা গেমস ভিলেজ। ভূমিকম্প টের পান প্রতিযোগীরাও। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ হঠাৎ করে কেঁপে ওঠে জাপানের ইবারাকি এলাকা। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। জায়গা বিশেষে ২০ সেকেন্ডে বা তার বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়। জাপানে ভূমিকম্প নতুন কিছু নয়।
স্থানীয় সূত্রে খবর, টোকিও থেকে পূর্বে অবস্থিত সমুদ্রের ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। আশেপাশের ৪০ কিলোমিটার এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। ভূমিকম্পের পর প্রায় তিন মিনিট ধরে আফটার শক অনুভূত হয়। তা টের পান গেমস ভিলেজের ভিতরে থাকা প্রতিযোগীরাও।

ভূপৃষ্ঠের তিনটি প্লেটের উপর অবস্থান করছে জাপান। ফলে যখনই সেই প্লেটগুলি একটু সরে যায়, তখনই কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ। কম্পন অনুভূত হয় অলিম্পিক্সের আসরেও। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। অলিম্পিকের খবর সংগ্রহের জন্য উপস্থিত একাধিক সাংবাদিক টুইট করে প্রথম ভূমিকম্পের কথা জানান। একটি সংবাদ মাধ্যমে দেখানোও হয় যে, কীভাবে ভূমিকম্পে গেমস ভিলেজের ছাদ কাঁপছে। যদিও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির কোনও আশঙ্কা নেই। এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।