জেলা

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

ফের ভূমিকম্প হল অসমে। তার প্রভাব পড়ল উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। একাধিক জেলায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হল কম্পন। জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাটে অনুভূত কম্পন। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ আচমকা ভূমিকম্প অনুভূত হয় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি–সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। মাটি কাঁপতে থাকায় আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিলোমিটার দূরে। মাটি ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে অসম মেঘালয়েও। ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। বেশ কিছুক্ষণ নিজেদের বাড়ির বাইরে থাকার পর ফের তাঁরা ভেতরে ঢোকেন। যদিও স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও রয়েছে।

জানা গিয়েছে, অসমের গোয়ালপাড়া এই কম্পনের কেন্দ্রস্থল। মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। তীব্রতার বিচারে এটি মাঝারি কম্পন। তাই ক্ষয়ক্ষতির কিছু হয়নি। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল অসমের শোণিতপুরে ৬.৪ মাত্রার জোরাল ভূমিকম্প হয়। এই কম্পনের প্রভাবে রাজধানী গুয়াহাটি–সহ বিভিন্ন জায়গায় বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রভাব পড়েছিল কোচবিহার এবং আলিপুরদুয়ারেও।