দেশ ব্রেকিং নিউজ

নেপালে ভূমিকম্প, কম্পন অনুভূত রাজধানী দিল্লিতেও

মঙ্গলবার দুপুরে ভূমিকম্পে থরথর করে কাঁপল দিল্লি ও সংলগ্ন এলাকা। কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে। দু’ঘণ্টায় তিনবার কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। এছাড়া নয়ডা, লখনউ-সহ উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। মাটির পাঁচ কিলোমিটার কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় রাজধানীতে। আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা।

উল্লেখ্য, রবিবার রাতে হরিয়ানাতে ভূমিকম্প হয়েছিল। রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে ছিল কেন্দ্রস্থল। ভূকম্প বিশেষজ্ঞেরা এই ধারাবাহিক কম্পন নিয়ে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন। তাঁদের পূর্বাভাস, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। পূর্বাভাসের পরে দফায় দফায় কেঁপেছে দিল্লি ।