ব্রেকিং নিউজ রাজ্য

কেঁপে উঠল তিলোত্তমা

এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। উত্তর ২৪ পরগনাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। বাংলাদেশের সিলেটের কাছে কম্পনের কেন্দ্রস্থল ছিল বলেই জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৮ টা ২০ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের অসম ও বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়, কেঁপে ওঠে অসমের করিমগঞ্জ এলাকা। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অসমের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, অসমের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

মেঘালয়ের চেরাপুঞ্জী থেকে ৪৯ কিমি দূরে কম্পনের এপিসেন্টার ছিল বলেই জানা গিয়েছে। একইসঙ্গে মেঘালয়, অরুণাচল প্রদেশ, অসম সহ উত্তর পূর্বের বেশকিছু জায়গায় ভূমিকম্প হয়েছে বলেই জানা গিয়েছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও ভুটান ও মায়ানমারের বেশকিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই সূত্রের খবর।