সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত–বাংলাদেশ সীমান্ত। আর তাতে করোনার মাঝে নতুন করে ছড়াল আতঙ্ক। বুধবার সকালে কম্পন অনুভূত হয়। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল ৭টা ১০ মিনিটে কেঁপে ওঠে ভারত–বাংলাদেশ সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। তবে কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। করোনার আতঙ্কে মানুষ জেরবার। তার মধ্যে ভূমিকম্পের জেরে ত্রস্ত সীমান্ত লাগােয়া এলাকার মানুষজন। লকডাউনের মাঝে পাঁচবার কেঁপে উঠেছে দিল্লি। গত সপ্তাহেও দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছিল।
গত সপ্তাহের হরিয়ানার রোহতকে এক ঘণ্টার মধ্যে দুটি ভূমিকম্প হওয়ায় কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫ এবং দ্বিতীয়টির তীব্রতা ছিল ২.৯। গত মাসে আরও কয়েকবার ভূমিকম্পে কেঁপে ওঠে। লকডাউনের সময় বারবার কম্পনে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে। লকডাউনের জন্য মানুষ এখন ঘরবন্দি। তার মধ্যে ভূমিকম্প। তাই আতঙ্ক ছড়াচ্ছে বেশি।
