দেশ ব্রেকিং নিউজ

Earth Quake: ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট

কেঁপে উঠল গুজরাটের সৌরাষ্ট্রের কিছু এলাকা। শুক্রবার ভোর ৪.১৫ মিনিটে ভাবনগর জেলায় মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৩.৫। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র বিন্দু পালিতানা থেকে ৩০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন সাধারণত সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে হয়। শুক্রবার ভোর ৪.১৫ মিনিটে ভাবনগর জেলার ঘোঘা, তালাজা, পালিটান এবং সিহোর কেঁপে ওঠে। যে সময় কম্পন অনুভূত হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। কম্পন অনুভূত হওয়ার পর পরই অনেকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।