দেশ ব্রেকিং নিউজ

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

মৃদু ভূমিকম্প আন্দামান দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে আন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ কম্পন অনুভূত হয়। ভূ-কম্পনের উৎসস্থল ছিল ৬৭ কিলোমিটার গভীরতার।

এই কম্পনের অক্ষাংশ ছিল ১০.০৬ এবং দ্রাঘিমাংশ ছিল ৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ৩০৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ক্যাম্বেল বে থেকে ৩৬০ কিলোমিটার উত্তর ও উত্তর পূর্বে। এই কম্পনে হতাহতের কোনও খবর মেলেনি।