আন্তর্জাতিক লিড নিউজ

Earth Quake: মরোক্কোয় ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ২৯৬

ভয়ঙ্কর ভূমিকম্প কেঁপে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেল বলছে ভূমিকম্পের তীব্রতা ৬.৮। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২৯৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিপর্যস্ত জনজীবন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল জনপ্রিয় পর্যটনকেন্দ্র মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে। রাজধানী রাবাট, ক্যাসাব্ল্যাঙ্কা ও এস্সাউরাতেও তীব্র কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোবাসীর প্রতি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তামাম বিশ্বনেতারা। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। মোদী টুইট করেছেন, “ভূমিকম্পের কারণে মরক্কোয় প্রাণহানি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই বিপদের দিনে ভারত মরক্কোর জনগণের পাশে আছে। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”