দেশ ব্রেকিং নিউজ

ভোররাতে কেঁপে উঠল ভূস্বর্গ

সিকিমের পর এবার জম্মু-কাশ্মীর। চারদিনের মাথায় ফের ভূমিকম্প পাহাড়ি কোনও রাজ্যে। শুক্রবার ভোররাতে ভূ কম্পন অনুভূত হল জম্মু-কাশ্মীরের কাটরায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৩.৬। শুক্রবার ভোর ৫টা নাগাদ জম্মুর কাছে কাটরা অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল।

মাতা বৈষ্ণদেবীর মন্দিরের জন্য জগৎবিখ্যাত কাটরা শহর। লক্ষ লক্ষ পুণ্যর্থী প্রতি বছর এখানে আসেন বৈষ্ণদেবী দর্শনের জন্য। শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হওয়ায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পরে কাটরায়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত সোমবার ভূমিকম্প হয় উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিমে। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৪.৩। হিমালয়ের বিভিন্ন প্রান্ত বারবার ভূমিকম্পে কেঁপে ওঠায় চিন্তায় পড়েছেন ভূতত্ত্ববিদরা।