দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একই সঙ্গে অভিযান চলছে বরানগরের বিধায়ক তাপস রায়ের ফ্ল্যাট এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও।
শুক্রবার ভোর ৬টা নাগাদ দমকল মন্ত্রীর শ্রীভূমির দুটি বাড়িতেই হানা দেয় ইডি আধিকারিকরা। পুরো এলা্কা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়িতে ঢুকেই মন্ত্রীকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তেই মন্ত্রীর বাড়িতে পৌঁছেছে ইডি।
পাশাপাশি এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ তাপসবাবুর ফ্ল্যাটেও পৌঁছন তদন্তকা্রীরা। একই সময় ইডির একটি তদন্তকারী দল হানা দেয় উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বিরাটির খলিসাকোটা পল্লির বাড়িতে। পুর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাপস এবং সুবোধবাবুর বিরুদ্ধে। নিজের ছেলে এবং মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সুবোধের বিরুদ্ধে।
তদন্তকারী সংস্থার দাবি, প্রথম নিয়োগ দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছিল অয়ন শীলের বাড়ি থেকে। সেখানে একটি ফোল্ডার পাওয়া গিয়েছিল। ফোল্ডারে থাকা নামের তালিকাতেই সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের নাম রয়েছে।
উত্তর দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান থাকাকালীন সুজিত বসুর সহকারী হিসেবে কাজ করতেন নিতাই দত্ত। পরে সুজিতের হাত ধরেই পুরসভার কাউন্সিলর হন নিতাই। সম্প্রতি নিতাইকে জেরা করেছিলেন তদন্তকারীরা। জেরায় নিতাইও সুজিত বসুর নাম উল্লেখ করে। আর তারপরেই আজকের অভিযান।