নবান্নের আপত্তি সত্ত্বেও নতুন করে আরও ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়ার কাজ শুরু করল ডিভিসি। রবিবার সকাল থেকে দফায় দফায় জল ছাড়াও হচ্ছে। এভাবে জল ছাড়ার ফলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে ৭০ হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় ২০ হাজার কিউসেকের বেশি।যদিও ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিপদসীমার ঊর্ধ্বে তা যায়নি। ২৩ থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হলে তা সবুজ সঙ্কেতের আওতায় ধরা হয়ে থাকে। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, এখনই বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে।
ডিভিসি সূত্রের খবর, রবিবার সকালে মাইথন জলাধার থেকে ছ’হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে এদিন সকাল ৬টা পর্যন্ত নতুন করে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সংশ্লিষ্ট দুটি জলাধারের জল জমা হয় দামোদরের দুর্গাপুর ব্যারাজে। জলের চাপ বেড়ে যাওয়ায় সেখান থেকেও জল ছাড়া শুরু হয়েছে।
You must be logged in to post a comment.