ব্রেকিং নিউজ রাজ্য

৭০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি

৭০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা। উদ্বেগে রাখছে গালুডি, ম্যাসাঞ্জোর জলাধারও। মাইথন এবং পাঞ্চেত জলাধারে প্রচুর পরিমাণ জল জমা হতেই শুক্রবার সেখান থেকে ৬ হাজার করে মোট ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়।

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় ২০ হাজার কিউসেকের বেশি।যদিও এ দিন ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিপদসীমার ঊর্ধ্বে তা যায়নি। ২৩ থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হলে তা সবুজ সঙ্কেতের আওতায় ধরা হয়ে থাকে।

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, এখনই বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। তাই আগে থেকেই সতর্ক ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে প্রচুর জল জমা রয়েছে। ফলে টানা বৃষ্টি বলে বেশি পরিমাণ জল ছাড়তে হবে ডিভিসিকে।