রাজ্য লিড নিউজ

স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে খসে পড়ল ছাদের চাঙড়

স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদের চাঙড়। অল্পের জন্য প্রাণে বাঁচলো ছাত্র-ছাত্রী। ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা। আঙ্গুল উঠছে প্রশাসনিক গাফিলতির দিকে।

সোমবার সপ্তাহের প্রথম দিনে অন্যান্য দিনের মত সকাল স্কুল শুরু হয় পুরুলিয়া নিতুড়িয়া থানার অন্তর্গত পারবেলিয়া কোলিয়ারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পড়ুয়ারা প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে হঠাৎ ওই স্কুলের একটি বিল্ডিংয়ের বারান্দার ছাদের একাংশ বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তেই ভয়ে স্তম্ভিত হয়ে যায় পড়ুয়ারা। যদিও সেই সময় বারান্দায় কেউ না থাকায় প্রাণে রক্ষা পান পড়ুয়া থেকে শিক্ষক সকলেই।

স্কুলের প্রধান শিক্ষক সত্যপ্রিয় গুরু বলেন, “স্কুলের বিল্ডিং দীর্ঘ দিন ধরেই জরাজীর্ণ। ফলে স্কুল বাড়িটিতে যেকোনো মুহূর্তে যে বড়সড় বিপদ ঘটতে পারে, আগে থেকেই তাঁরা সেই আশঙ্কায় ছিলেন। বিষয় টি নিয়ে স্থানীয় ব্লক ও জেলা প্রশাসন সহ শিক্ষা দপ্তরে জানানো হয়েছিল, যদিও প্রশাসন সেই ভাবে কোনো নজর দেয়নি। এই অবস্থায় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে যায়। ” প্রধান শিক্ষক আরও বলেন, প্রশাসন যদি দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ না নেয়, আবারও যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে এই মুহূর্তে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। ঘটনায় জেরে অতঙ্কিত পড়ুয়ারা।

প্রসঙ্গত, গত শুক্রবার পুরুলিয়া আদ্রা থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার এর দেওয়াল ভেঙে পড়ে একজন শিশুর মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ায় স্কুলের পড়ুয়ায় দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।