দেশ ব্রেকিং নিউজ

ইউরোপ সফরে মোদীঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কি বললেন?

ইউরোপ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত তিনি রয়েছেন ডেনমার্কে। সেখানেই মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দেখা গেল এক অন্যরকম ছন্দে। এবার তাঁকে দেখা গেল ঢোল বাজাতে। যা দেখে অবাক দেশবাসী।

সংবাদসংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা গেছে ডেনমার্কের একটি অনুষ্ঠানে ছাইরঙা পোশাক পরে আছেন মোদী। বিশাল বড় একটা ঢোলের সামনে দাঁড়িয়ে এক হাতেই সেই ঢোল বাজাচ্ছেন মোদি। তাঁকে ঘিরে আরও অনেকে রয়েছেন, সকলেই পরে আছেন ভারতীয় পোশাক। ঢোলের তালে তালে নাচছেন সকলেই।

এদিন ডেনমার্কের প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সে দেশে পা রেখেই তাঁকে বলতে শোনা যায়, কোনও ভারতীয়ের দ্বারা এই পৃথিবীর কোনও ক্ষতি হয় না। পাশাপাশি পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি। মঙ্গলবার সকালেই ডেনমার্কে পৌঁছেছেন মোদী। সেখানে প্রবাসীরা দেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভরা সভায় শোনা যায়- ‘মোদী, মোদী’ কিংবা ‘ মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান।

উল্লেখ্য, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। ডেনমার্কে গিয়ে রাশিয়া, ইউক্রেন যুদ্ধের দ্রুত শেষ হওয়ার আশাও প্রকাশ করেন নরেন্দ্র মোদী। ইউরোপের এই দুই দেশ দ্রুত দ্বন্দ্বের নিষ্পত্তি করে সমঝোতায় আসবে বলে মত প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি