ব্রেকিং নিউজ রাজ্য

Durga Pujo Special Train: ভ্রমন পিপাসুদের জন্য সুখবর, পুজোর মুখে একাধিক বাড়তি ট্রেন চালাবে রেল

করোনার প্রকোপ কাটিয়ে দু’বছর পর এবার ফের জাঁকজমক পুজোয় মাততে চলেছে বাঙালি। সেই আনন্দে যাতে কোন ভাটা না পড়ে সেদিকে নজর দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দুর্গাপুজোয় ভিড় এড়াতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অপরদিকে পুজোর ছুটিতে অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। তাই রেলের তরফে বাড়তি ট্রেন চালানো ভ্রমণ পিপাসুদের জন্যও সুখবর নিয়ে এল বলে মনে করা হচ্ছে। শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি শাখায় যে সব স্পেশাল ট্রেন চালুর ঘোষণা করেছে রেল, একনজরে দেখে নেওয়া যাক সেই সব পুজো স্পেশাল ট্রেনের সময়সীমা-

৮২৩১১ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল
আগামী ৬ অক্টোবর রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন সকাল ১০ টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে।

৮২৩১২ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ পুজো স্পেশাল
আগামী ৭ অক্টোবর বেলা ১২ টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। যা সেদিন রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদহতে পৌঁছবে।

০৩১২৯ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল
আগামী ১৩ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে। চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। যা পরদিন সকাল ১০ টা ১০ মিনিট নিউ জলপাইগুড়িতে পৌঁছবে।

০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ পুজো স্পেশাল
প্রতি সপ্তাহে শুক্রবার বেলা ১২ টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। সেদিনই রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ১৪ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে। চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

এছাড়াও হাওড়া-রক্সৌল ও শিয়ালদহ-গোরক্ষপুরের মাঝে আরও বেশ কয়েকটি সাপ্তাহিক বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হাওড়া থেকে রক্সৌলের মধ্যে একটি ট্রেন চলবে। যে সব রুটে যাত্রীদের যাতায়াত বেশি থাকে, টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ওইসব রুটেই বাড়তি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল।