ব্রেকিং নিউজ রাজ্য

Durga Pujo 2022 : হাইকোর্টে মামলা চলাকালীন পুজো অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের ৪২ হাজারের বেশি পুজো কমিটিকে ২৪০ কোটি টাকার বেশি অনুদান মঞ্জুর করল অর্থ দফতর। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। তবে তার আগেই অবশ্য অনুদান বরাদ্দের কাজ শেষ করেছে রাজ্য সরকার।

এই মর্মে চলতি মাসের ছয় তারিখ রাজ্য স্বরাষ্ট্র দফতরের উপসচিব পর্যায়ের এক আধিকারিকের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার ৩,০০০ পুজো এবং রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীণ মোট ৩৫টি জেলা ও কমিশনারেট এলাকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য অর্থ দফতর সূত্রের খবর, ইতিমধ্যে বুধবার পুজোর অনুদানের ওই অর্থ বরাদ্দ করা হয়ে গিয়েছে। পুজো কমিটিগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে দেওয়ার জন্য দু’টি পৃথক ‘মেমো’র মাধ্যমে রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি দেওয়া হয়েছে।

রাজ্য সরকার আরও জানায়, ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে, সেই হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেকটি নাগরিকের। তাই হেরিটেজ সংরক্ষনের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করতেই পারে বলে দাবি করা হয় হলফনামায়। দুর্গাপুজোর মতো উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাজ্য সরকার।