দুর্গাপুজোর আয়োজন করার জন্য সরকারি অনুদান মিলবে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার মামলায় রাজ্যের সিদ্ধান্তে শীলমোহর দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে অনুদান দেওয়ার জন্য ৬ টি শর্ত মানতে হবে।
জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। তবে রাখা হয়েছে ছয়টি শর্ত। অনুদানের ভিত্তিতে পুজোর কোন খাতে কী খরচ হয়েছে, তার যাবতীয় হিসেব জমা করার কথা বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রে।
সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর প্রস্তুতি নিয়ে ক্লাব কমিটিগুলির সঙ্গে একটি বৈঠকে এ বছরের জন্য অনুদানের পরিমাণ বৃদ্ধি করে দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে। এরপরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা একযোগে আক্রমণও করতে শুরু করে।
ইতিমধ্যেই দু’টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। তারপরই ছয়টি শর্তে পুজো অনুদানে সায় নিয়ে সরকারকে স্বস্তি দিল হাইকোর্ট।