পুজো বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শালপাতা বাগান আগরপাড়া ইন্ডাস্ট্রিয়াল জোন।
শ্রমিকদের কথায়, করোনা ভাইরাসের জন্য কোম্পানি গত দু’বছর বোনাস দেয়নি কর্মচারীদের। কিন্তু এ বছর ১২% বোনাস দেওয়ার পরিবর্তে কোম্পানি কর্তৃপক্ষ সেই বোনাস কমিয়ে দিয়েছে।
বুধবার সেই বোনাসের দাবিতেই কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন। জানা গেছে, সংশ্লিষ্ট কোম্পানির আন্ডারে প্রায় ৫০০০ শ্রমিক কাজ করেন। ফিনিশিং, কাটিং, সেলাই, প্যাকেটিং এর কাজে যুক্ত সব শ্রমিকরা মিলিতভাবে এদিন সন্ধ্যার থেকে আন্দোলনে সামিল হন।
পাশাপাশি তাদের আরও অভিযোগ, যে পরিমাণে শ্রমিকদেরকে মালিক পক্ষ থেকে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দিনের পর দিন সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে সে পরিমাণ বেতন বাড়ানো হচ্ছে না। সবকিছু মাথায় নিয়ে শ্রমিকরা তাদের কাজ করে যাচ্ছেন কিন্তু শারদ উৎসবের আগে বোনাস দিতে গিয়ে মালিক পক্ষ মোটেই কোনরকম নিয়ম-নীতি মানছেন না।
এরই প্রতিবাদে শ্রমিকরা মুখরিত হয়ে ওঠে করোনার দু’বছর কোম্পানির পক্ষ থেকে বাসের ব্যবস্থা করে শ্রমিকদের আসার জন্য কিন্তু সেই বাসের খরচা সকলের মাথার থেকে মালিকপক্ষ মাসিক মাইনে থেকে কেটে নেয় একদিকে কাজের বোঝা যেরকম বাড়াচ্ছে অপরদিকে সেই রকম সময় সময়ও বাড়িয়ে যাচ্ছে মালিকপক্ষ এই সব কিছুর বোঝা মাথায় নিয়ে শ্রমিকরা তাদের উৎপাদন করে যাচ্ছে। কিন্তু তাদের যে
শ্রমিকদের দাবি, সরকারি যে নিয়ম বোনাস দেওয়া হয় সেক্ষেত্রে মালিকপক্ষ উদাসীন। এখন দেখার শ্রমিকদের এই আন্দোলনের কাছে মালিকপক্ষ নমনীয় হয় এবং শ্রমিকরা অর্জিত অধিকার বোনাস আদায় করতে পারে কি না।