ব্রেকিং নিউজ রাজ্য

Durga Pujo 2022: পুজো উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

বৃহস্পতিবার চতুর্থীর সন্ধ্যায় বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মেলনির দুর্গোৎসবে যোগ দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মঞ্চে সংক্ষিপ্ত অনুষ্ঠান ছেড়ে ফিতে কেটে কেটে মন্ডপের শুভ উদ্বোধন করেন মন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শান্তনু ঠাকুরের সাথে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।

উদ্বোধন শেষে শান্তনু বাবু বলেন, “বনগাঁ আমার মাতৃভূমি। পুজোর সময় বনগাঁয় না থাকলে মন ভালো থাকে না। পুজোর পাঁচ দিন পায়ে হেঁটে বনগাঁর ঠাকুর দেখব।”

উল্লেখ্য, বনগাঁর বড় বাজেটের নজরকাড়া পুজোর মধ্যে অন্যতম মতিগঞ্জ ঐক্য সম্মেলনি। এবার তাদের পুজো ৫৬ বছরে পদার্পণ করলো। এবছর তারা বেত, কাগজ ও কটন দিয়ে প্যান্ডেল তৈরি করেছে। মণ্ডপের ভেতর রয়েছে রাম-সীতার আদলে বেতের কারুকার্য। পুজোকে কেন্দ্র করে অনেক দর্শক সমাগম হবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।